যশোর সদরের ঝাউদিয়া গ্রামে জমি দখল নিয়ে মারপিট ক্ষয়ক্ষতির ঘটনায় মামলা


যশোর অফিস: প্রকাশ্যে সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের একটি ধানের জমি দখলের উদ্দেশ্যে পাওয়ার টিলার চালিয়ে ক্ষতি সাধনের প্রতিবাদ করায় দখলকারিরা ভাইপো ইমরান ও চাচা সাহিদুলকে মারপিট করে গুরুতর জখম করেছে। এসময় ৫ দখলদারির বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় শুক্রবার মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিজান,রমিজ, বাদশা,শাহিনুর ও বাদিয়া টোলা গ্রামের আলী হোসেনের ছেলে আছর আলীসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের গৃহবধূ কামরুন্নাহার খুশি শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, ঝাউদিয়া গেড়াদিয়া মাঠে তাদের ধানের জমি রয়েছে। যাতে ইরি ধান চাষাবাদ করছে। উল্লেখিত আসামীরা বাদির উক্ত ধানের জমি দখলের জন্য শুক্রবার সকাল ৮ টায় পাওয়ার টিলার নিয়ে জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করে। খুশির ছেলে ইমরান ও চাচা সাহিদুল প্রতিবাদ জানালে দখলকারিরা তাদের দু’জনকে মারপিট শুরু করে। জা কমলা বেগম তাদেরকে উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানী ঘটায়। দলকারিরা ধানের জমিতে চাষাবাদ করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করে।