যশোর সদরের নরেন্দ্রপুর থেকে অপহৃতা কিশোরী পূজা আইচ ২২ দিন পর উদ্ধার


যশোর অফিস: সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কিশোরী পূজা আইচ (১৪) অপহরনের ২১দিন পর উদ্ধার হয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারী পূজা আইচকে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই মানিক চন্দ্র গাইন উদ্ধার দেখিয়েছে। গত ৩ ফেব্রুয়ারী সকালে ওই গ্রামের প্রবল আইচের মেয়ে পূজা আইচ প্রাইভেট পড়তে যায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসীরা পূজা আইচকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ মামলার এজাহার নামীয় আসামী তানজিলা আক্তারকে গ্রেফতার করে। পূজা আইচের ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারা জবানবন্দি গ্রহনের প্রস্তুতি নিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।