যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম


সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে। ষড়যন্ত্রের জন্য তাদের রাজনীতি ব্যর্থ হয়েছে। দুর্নীতির জন্য বাংলাদেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তাদের নেতা বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। কিন্তু মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাড়িতে চিকিৎসার সুযোগ দিয়েছেন।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব, উপ-কৃষি বিষয়ক সম্পাদক এম আফসারুজ্জামান, সদস্য সুবোল ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি।