ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যেন দেখার কেউ নেই সরকারী গাছ করাত মিলে বিক্রি

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী হইতে গারোবাজার পর্যন্ত ১০ কিঃ মিঃ পাকা রাস্তার গাছ নিয়ে চলছে শুভংকরের ফাঁকি। এলাকার একটি অসাধু সঙ্গবদ্ধ চক্র দিন দুপুরে রাস্তার গাছ কেটে নিলেও তাদের দাবী আমরা গাছ কাটার মজুরী নিয়ে অফিসে গাছ ফেরৎ দেই। অফিস বলছে আমরা এসব বিষয়ে কিছুই জানিনা। ফলে এলাকায় সৃষ্টি হচ্ছে কলহ সেই সাথে বাড়ছে অপরাধ। অপরদিকে সরকার তার প্রাপ্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায় ঘাটাইল পাহাড়াী এলাকা সাগরদিঘী হইতে গারোবাজার পর্যন্ত ১০ কিঃ মিঃ কাচা রাস্তা ১৯৮৭ সালে পাকা রাস্তায় রুপান্তির হয়। ঐ সময় রাস্তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার এলজিডি অফিস রাস্তার দুইধারে প্রায় ১৫ হাজার গাছ রোপন করে পরিচর্চা করে আসছিলো। পরে সরকার ঐ সব গাছ রোটস্ এন্ড হাইওয়ে (সিএনবি) নিকট হস্তান্তর করেন। বর্তমানে এসব গাছ মধুপুর টেলকী অফিস থেকে পরিচালনা করছেন। স্থানীয়রা জানায় দীর্ঘ ৩৭ বছর পূর্বের রোপনকৃত সেইসব প্রতিটা গাছ আজ ৩০ থেকে ৭০/৮০ হাজার টাকা মূল্যে দাড়িয়েছে। কিন্তু তদারকি ও পরিচর্চার অভাবে অনেক গাছের গোড়ার মাটিসরে যাওয়ায় সামান্য ঝড় বৃষ্টি হলেই বড় বড় গাছ হেলে মাটিতে পড়ে যাচ্ছে। অনেক গাছ মরে ভেঙ্গে পরছে। অনেক মূল্যবান গাছ রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। এ যাবৎ রাস্তার প্রায় অর্ধেক গাছ হারিয়েছে গেছে।

স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান জানায় ২০২২ সালের এই দিনে ঝড়ে অনেক গাছ মাটিতে হেলে পরে কিংবা ভেঙ্গে পরে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এভাবে মাঝে মধ্যেই গাছ হেলে/ভেঙ্গে পড়ার সুযোগে এলাকার একটি অসাধু সঙ্গবন্ধ চক্র সেইসব গাছ অফিসে ফেরৎ দেয়ার ঘোষনা দিয়ে নির্বিঘেœ কেটে নিচ্ছে।

সরেজমিনে গেলে ঐ গ্রামের জুব্বার, সোয়েব, হাতেম, আকবর সহ আরও অনেকেই জানায়, গত ১৬ জুন লক্ষিন্দর গ্রামের বটর্তলী এলাকায় ১টি বড় আকাশমনি গাছ মাটিতে হেলে পড়ে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার ভাই রুহুল আমিন ও লক্ষিন্দর গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল হালিম সহ ৬/৭ জনে ইঞ্জিনিয়ারের কথা বলে ঐ গাছ রাতেই কেটে নেয়। পরে গভীর রাতে ২ কিঃ মিঃ দূরে সাগরদিঘী রফিকের করাত মিলের বিভিন্œ স্থানে ছাড়িয়ে ছিটিয়ে রাখে। ১৭ জুন এলাকায় গেলে এর সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে ইউপি সদস্য আঃ রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গাছ কাটা হয়েছে একথা সত্য। তবে কর্তনকৃত গাছ কোথায় আছে আমি জানিনা। পরবর্তীতে নিজেই ফোন করে জানায় গাছ সাগরদিঘী করাত মিলে জমা রাখা হয়েছে।

এসব বিষয়ে লক্ষিন্দর গ্রামের কাঠ ব্যবসায়ী আঃ হালিম জানায় আমরা গাছ মিলে বিক্রি করি নাই। জমা রাখছি।

সাগরদিঘী করাত মিল মালিক রফিকুল জানায় রাস্তার গাছ রাজ্জাক মেম্বার ও অফিসের লোকেরা মিলে এনেছে। কোথা থেকে কিভাবে এনেছে আমি জানিনা।

এলাকায় ইঞ্জিনিয়ার হিসেসে পরিচিত মধুপুর সিএনবি অফিসের অববসরপ্রাপ্ত ওয়ার্ক এসিষ্টেন্ড আলমাস হোসেন জানান, আমি এখন চাকুরী করিনা। তবে অফিস ডাকলে মাঝে মধ্যে কাজ করে দেই। ঐদিন লক্ষিন্দর থেকে আমাকে ফোন করে ছিল। আমি গাছ পুলিশ হেফাজতে রাখতে বলেছিলাম, পরে কি হয়েছে আমি জানিনা।

এ বিষয়ে মধুপুর টেলকি সিএনবি অফিসে দায়িত্বে থাকা সাব এ্যাসিটেন্ড ইঞ্জিনিয়ার (এসও) সোলায়মান হোসেন এর নিকট রাস্তার শতাধিক গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৬ জুন গাছ কাটার বিষয় আমি কিছুই জানিনা তবে গতবছর ঝড়ে পরা কিছু গাছ পেয়েছিলাম যা বিক্রি না করে সরকারী জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়েছে।

 

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |