ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যেভাবে ইঁদুর তাড়াবেন

লাইফস্টাইল: খাবার, ঘরবাড়ির পাশাপাশি কাপড় নষ্ট করে ফেলে ইঁদুর। কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করেই ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে পারেন কয়েকটি ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে। একটি স্প্রে বোতলে ১ কাপ পানি ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশিং সোপ মেশান। ৫-৬ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল মেশান। মুখ আঁটকে ভালো করে ঝাঁকিয়ে নিন বোতল। এবার ইঁদুরের আনাগোনা বেশি যেখানে সেখানে স্প্রে করুন। ইঁদুর আসবে না।ইঁদুরের বাসার আশপাশে ন্যাপথালিন ছিটিয়ে রাখুন। ইঁদুর দূর হবে। ড্রয়ারে কাপড়ের ভাঁজে ভাঁজে রাখতে পারেন ন্যাপথালিন। আসবে না ইঁদুর।মরিচের গুঁড়ার সাহায্যে দূর করতে পারেন ইঁদুর। ১ কাপ গরম পানি একটি বোতলে নিন। ১ চা চামচ মরিচ গুঁড়া ও ১ টেবিল চামচ চিলি ফ্লেকস মিশিয়ে ঝাঁকিয়ে নিন। স্প্রে বোতলটি ২৪ ঘণ্টা এক জায়গায় রেখে দিন। এরপর পাতলা কাপড়ে ছেঁকে মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে সরে করুন ইঁদুরের বাসায়। দূর হবে ইঁদুর।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |