রংপুরের গন সমাবেশ সফল করতে ডোমারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- সারাদেশে গুম, খুন, নিত্যপ্রয়োজনিও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে “চলো চলো রংপুর চলো, ২৯তারিখের গন সমাবেশ সফল করো” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে বিএনপিথর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ডোমার দেবীগঞ্জ সড়কের পাট গোডাউন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপিথর সভাপতি আ,খ,ম আলমগীর সরকার। ডোমার পৌরসভা বিএনপিথর সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপিথর যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাদেক লুলু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সহ-সভাপতি শফিক হাচান শফি, শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক. কৃষক দলের সভাপতি আফজালুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপিথর প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরেফিন হৃদয়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুল ইসলাম সজিব প্রমূখ। বক্তারা সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ডোমার উপজেলা বিএনপিথর সভাপতি রেয়াজুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন প্রচারণা চালায় ও পক্ষে ভোট চাওয়ায় এর প্রতিবাদ করেন।