রংপুরে পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যু


এম.এ.শাহীন: রংপুরে পিকআপ চাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন জেলার মিঠাপুকুর উপজেলার রামনাথ পাড়া গ্রামের মো. জিয়াম ও মো. রনি।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, জিয়াম ও রনি সুদূরপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেননি। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।