রংপুরে ভকেশনাল পরীক্ষার্থীদের সড়ক অবরোধ


রংপুর অফিস ঃ রংপুরে ভকেশনাল টেকনিক্যাল কলেজ পরীক্ষায় প্রশ্নপত্র সিলেবাস অনুযায়ী না আসায় প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় নগরীর সড়কে প্রায় ১ ঘন্টা যাবত যান চলাচল স্থবির হয়ে যায়। ফলে জন্সাধারনের ভোগান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এদিকে ভোকেশনাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিজানুল হক বলেন, বিষয়টি নিয়ে আমরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তৎক্ষণাৎ কথা বলেছি। ভাষা শিক্ষক দিনো বন্দু রায় বলেন, প্রিন্সিপাল বাহিরে থাকায় এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। তবে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের ব্যাপারে সড়ক অবরোধ করা মোটেও ঠিক হয়নি। প্রশ্নপত্র অবশ্যই বইয়ের বাহির থেকে আসে নাই। যা প্রশ্ন এসেছে সবই পাঠ্য বই থেকেই এসেছে। পরে কোতয়ালী পুলিশ তাদের শান্ত করে সড়ক মুক্ত করে।