রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২


নিউজ ডেস্ক: পুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দুইজন নিহত হয়েছেন। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরেরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে মিঠাপুকুর থানার এসআই আশীষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুরবাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন। স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেট কার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর যাচ্ছিলেন।এসময় ফকিরের হাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিনসহ মোস্তাফিজার মারা যান। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।