রংপুর-বগুড়া মহাসড়ক দূর্ঘটনায় পথচারি গার্মেন্টস কর্মির মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুর বাজারে সড়ক দূর্ঘটনায় চলন্ত বাসের ধাক্কায় গার্মেন্টস কর্মি বিমল(৩২) নিহত হয়েছেন।দূর্ঘনাটি ঘটেছে রোববার রাত সোয়া ১১ টার দিকে কোমরপুর এথিনা ফিলিং স্টেশনের নিকটে।
জানা যায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের নতি চন্দ্রের ছেলে বিমল জুনদাহ থেকে প্রয়োজনীয় কাজ সেরে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে ফিরছিলেন।এসময় অজ্ঞাত কোন কোচ তাকে চাপা দেয়।স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি রিক্সাভ্যান যোগে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।এসময় কর্তব্যরত চিকিৎসক বিমলকে মৃত ঘোষনা করেন।হাইওয়ে পুলিশ ছাড়াও গোবিন্দগঞ্জ থানা পুলিশ ইনচার্জ মজিবুর রহমান ও পলাশবাড়ী থানা পুলিশ ইনচার্জ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।