ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

এম.এ. শাহীন:তীব্র তাপপ্রবাহে পুড়ছে রংপুর। সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এরই মধ্যে দেশে কয়েক বছরের তাপমাত্রার রেকর্ডও ভঙ্গ হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই অবস্থা থাকবে আরও বেশ কয়েকদিন। বাড়ির ₱বাহিরে চলার পথে অনেকেই তাপ এড়াতে ব্যবহার করছেন ছাতা। এ জন্য বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।  এরই মধ্যে সকাল ৯টা ২৫ মিনিটে রংপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোস্তাফিজার রহমান আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি জানান, বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগসহ দেশের আকাশ অনেক এলাকায় প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগসহ অন্যান্য বিভাগে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া দপ্তর বলছে, দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের অনেক জেলায় গতকালের (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার শঙ্কা রয়েছে। সোমবার ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার বিকেল ৩টায় রংপুর জেলায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ সেখানে একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াসে। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আজ পুরো রংপুর বিভাগে তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |