রংপুর সাইবার আদালতের মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় কারাগারে পলাশবাড়ীর সাংবাদিক রতন


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ডিজাটাল নিরাপত্তা আইনের মামলায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন কারাগারে পাঠিয়েছে আদালত। ১৯ এপ্রিল মঙ্গলবার রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়,গত বছর ৩ মার্চ ২০২০ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং – ৫ দায়ের করেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু৷ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও শ্রমিকলীগ নেতা সরোয়ার কবির মজনু কে জড়িয়ে ফেসবুকে সম্মানহানি কর পোস্ট দেওয়ায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়৷ গাইবান্ধা ম্যাজিস্টেট আদালত হতে মামলাটি রংপুর সাইবার ট্রাইবুনালে আদালতে সিটি ২৩/২২ বিচার কার্য চলমান রয়েছে৷
সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী খন্দকার শফিকুর রহমান জানান,সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে সিটি ২৩/২২ মামলার
ধার্য তারিখ, সিআর শুনানি,জামিন শুনানীর দিনছিলো। দীর্ঘ সময় আদালতে শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক চাঁদনী বাজার, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি। তিনি পলাশবাড়ীর পৌর শহরে উদয়সাগর গ্রামের সাংবাদিক নুরুল ইসলামের ছেলে৷