রাজধানীতে মা-মেয়ে খুন, স্বজনের বিরুদ্ধে অভিযোগের তীর

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের নিজ বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কালাচাঁদপুরের একটি বাড়ির চতুর্থ তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গারো সম্প্রদায়ের দুই নারীর নাম সুজাত চিয়ান (৪০) ও বেশথ চিয়ান (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃতদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। বাসাটিতে সুজাত চিয়ান তার স্বামী হাশিস মানচিন, মা বেশথ চিয়ান এবং তিন মেয়ে মায়াবি, মাধবী ও সুরভীকে নিয়ে থাকতেন।
স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেচেথ চিরানের বড় বোনের ছেলে সঞ্জিব চিরান তার তিন বন্ধু নিয়ে বাসায় আসেন। এসময় বেচেথ চিরানের বড় মেয়ে মায়া তাদের নাস্তা দিয়ে কর্মক্ষেত্রে চলে যান। বাড়ির দারোয়ান বলেন, সঞ্জীব তার তিন বন্ধু নিয়ে বিকেল ৩টার পর বের হয়ে যান। সন্ধ্যায় মায়ার জামাতা বাসায় গিয়ে মায়া ও বেচেথের মৃতদেহ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১ টার দিকে মৃতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ‘খুনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটির নিচতলায় ক্লোজ সর্কিট ক্যামেরা (সিসি) রয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার দিন বিকেল ৪টার দিকে অপরিচিত চারজনসহ সুজাতের বোনের ছেলে বাসায় এসেছিলেন। তারা চলে যাবার পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সময় সুজাতের তিন মেয়ে এবং স্বামী হাশিস মানচিন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মস্থলে ছিলেন। আর সুজাতের একমাত্র ছেলে থাকেন ময়মনসিংহের হালুয়াঘাটের নিজ গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে সুজাতের বড় মেয়ে মায়াবির স্বামী পিলেস্তা ওই বাসায় আসেন। তারা বাইরে থেকে দরজা লাগানো দেখতে পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করে নিহতের লাশ দেখতে পান। বাড়ির মালিককে খবর দিলে পুলিশকে অবহিত করেন তিনি