ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাজনীতিবিদদের কাছের বন্ধু সাংবাদিকরা

বিশ্বজিৎ পাল, চট্টগ্রাম ব্যুরো: সাংবাদিকরা রাজনীতিবিদদের সবচেয়ে কাছের বন্ধু বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। গতকাল (রোববার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে ক্লাব কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মোসলেম উদ্দিন বলেন, সত্য প্রকাশের মাধ্যমে যে সংবাদ মানুষের জন্য সমাজের জন্য কল্যাণকর তা প্রকাশ করে সাংবাদিকেরা। দেশপ্রেম যাদের মাঝে আছে তারা কোন না কোনভাবে দেশের উপকারে আসবেন। বর্তান সময়ের অবক্ষয় রাজনীতিবিদদের মধ্যেও ধরেছে উল্লেখ করে তিনি বলেন, কর্পোরেট মিডিয়ার যুগে সাংবাদিকদের লেখার ক্ষমতাও কিছু কিছু জায়গায় সংকুচিত হচ্ছে। সাংবাদিকদেরও সীমাবদ্ধতা রয়েছে। অনেক ভাল সংবাদের ¯্রষ্ঠা সাংবাদিকরা হলেও ইয়েলো জার্নালিজমও রয়েছে। সাংবাদিকদের দায়িত্ববোধ থাকা উচিত এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল আচরণ করা জরুরি। সঠিক তথ্য না দিয়ে অন্যের ক্ষতি করার প্রবণতা থেকে বের হওয়া জরুরি। মোসলেম উদ্দিন আহমদ সমাজের প্রতি সাংবাদিক, রাজনীতিবিদ সকলের দায়িত্বকোধ থঅকা উচিত মন্তব্য করে বলেন, সারাজীবন রাজনৈতিক কর্মীর অবস্থান থেকে সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রাজনীতি করছি। রাজনৈতিকভাবে কখনো নীতি নৈতিকতা বিশ।বাসের অমর্যাদা করিনি। তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবহিকতা দরকার বলে মত প্রকাশ করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর।সভার শুরুতে অতিথি মোসলেম উদ্দিনের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম ক্লাবের স্থায়ী সদস্য মুস্তফা নঈম, আলমগীর সবুজ, এসএম আতিকুর রহমান, সান্টু কুমার দাশ, নুরুল আমিন, মাখন লাল সরকার, মাসুদ মিলাদ, রাজেশ চক্রবর্তী, দক্ষিণ জেলা আওয়ামী লীগনেতা খোরশেদ আলম, শৈবাল বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা প্রমুখ।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |