রাজৈরে অট্রোর ধাক্কায় শিশুর মৃত্যু


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের কৃষ্ণেরমোড় এলাকায় অট্রোর ধাক্কায় সাইফুল (৭) নামের এক শিশুর অজ্ঞাত অট্টোর ধাক্কায় মৃত্যু হয়েছে। ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, পাখুল্লা – উপজেলার রাজৈর সংযোগ সড়কের কৃষ্ণেরমোড় এলাকায় শিশু সাইফুল রাস্তা পার হচ্ছিলো তখন হটাৎ রাজৈর গামী একটি অজ্ঞাত অট্টো এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আসংখ্যা জনক অবস্থায় দেখে আহত অবস্থায় শিশুটিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন । শিশু সাইফুল রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের এর শামীম ফকির এর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,রাত ৯ টার দিকে খবর পেয়ে তাদের বাড়ি যাই গিয়ে দেখি লাশটি দাফন সম্পন্ন হয়েছে । ঘটনাটি খুবই দু:খজনক।