ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজৈরে কৃষকের ঘরে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কে এলাকাবাসী

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে মনি শেখ (৪০) নামে এক কৃষকের বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ অক্টোবর) রাতে রাজৈর পৌরসভার ৪ নং ওয়ার্ড়ের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। মনি একই এলাকার মৃত আব্দুল হাই শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, স্ত্রী ও তিন শিশু কন্যাকে নিয়ে ঘরে ঘুমানো ছিলেন কৃষক মনি। এই সুযোগে জানালা খুলে সামনের বারান্দায় রাখা ৫০ মণ পাটের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা টের পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকেই এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।
ভুক্তভোগী মনি শেখ জানান, কে বা কারা আমার ঘরে আগুন দিয়েছে জানিনা। হয়তো আমাকে সহ আমার পরিবারকে শেষ করে ফেলার জন্য কেউ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আর নয়তো আমার পাট পুড়িয়ে ক্ষতি করতে চাইছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা নিজেদের সাজানো হয়।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |