রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা


সফিকুর ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও৯ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্ততিসভা মঙ্গলবার ৬ জুন
সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় চলতি মাসে অনুষ্ঠিতব্য ওই ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে
উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এইসাথে কমিটি গঠনসহ উপস্থিত বিভিন্নজনের পরামর্শ গ্রহণ করা হয়।