ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসারে বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যাঙের ছাতার মতো অনিয়ম ছেয়ে গেছে। বোকা বানিয়ে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। ভাগ খাচ্ছে কর্মকর্তারা।পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী নতুন মিটার সংযোগের ক্ষেত্রে ১৩০ ফিট সার্ভিস ড্রপ দেওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে চাঁদনী রোডের ইউনুস আলী ও তার ছেলে মো. রাব্বির নামে দুইটি নতুন মিটারে ১৫০ ফিট সার্ভিস ড্রপের সংযোগ দেওয়া হয়েছে। এমন চিত্র উপজেলায় অহরহ চোখে পড়ে।নতুন মিটারের সংযোগের ক্ষেত্রে অনেক গ্রাহকের হাতে মিটার ও সার্ভিস ড্রপ নিজেই মিটার লাগাই পরে এসে অফিসের লোকজন সীলগালা করে।ভান্ডারা গ্রামের মোহাম্মদ আলী সহ নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেকের নাম পাওয়া যায়। অনেক গ্রাহকের নতুন মিটার সংযোগে সার্ভিস ড্রপ দেখিয়ে সে সব সার্ভিস ড্রপ বাহিরে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে অফিসের প্রতারক চক্র। বাস্তবে ওই গ্রাহককে বাজার থেকে সার্ভিস ড্রপ কেনানো হয়েছে। রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের সিন্ডিকেট চক্র এমন ঘটনা অহরহ করে থাকে। মূলত অফিসে সার্ভিস ড্রপ নাই বলে গ্রাহককে বাজার থেকে সার্ভিস ড্রপ কিনানো হয়। পরে ওই গ্রাহকের নামে সার্ভিস ড্রপ লাগানো হয়েছে বলে অফিসের লেজারে ডকুমেন্ট রাখা হয়। একজনের মিটার অন্য লোকের বাড়িতে লাগানোর মতো ঘটনা অহরহ করে থাকে অফিসের লোকজন।অফিসের লাইনম্যান ছাড়াই দুই জন অপ্রাপ্ত ছেলের হাতে সার্ভিস ড্রপ, সিএমও, মিটার ও মিটার সীল পাওয়া যায়।পরিচয় জানতে চাইলে উপজেলার রাউৎনগর গ্রামের নুরুলের ছেলে সাকিব ও কামরুজ্জামানের ছেলে ওয়ালিদ পরিচয় দেয়। অফিসের লোক কিনা জানতে চাইলে অফিস সহকারি বলে জানায়। প্রমাণ চাইলে সেখান তারা সটকে পড়ে। বাইরের ছেলেদের মাধ্যমে কাজ করিয়ে নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন সাব জোনাল পল্লী বিদ্যুৎ এজিএমকম এহতেশামুল হক,এই অভিযোগ অনেক গ্রাহকের রয়েছে।এ ব্যাপারে রাণীশংকৈল সাব-জোনাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম কম এহতেশামুল হকের সাথে কথা হলে তিনি বলেন আমরা কিছু ডে লেবার কাজ করার জন্য লাগিয়েছি। সাথে অফিসের লোক থাকার কথা। বাস্তবে অফিসের কোন লোক তাদের সাথে পাওয়া যায়নি।ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছার আলী জানান, এমন ঘটনা হয়ে থাকলে আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আরো এলাকাবাসীর দাবি রানিশংকৈল সাব জোনাল পল্লীবিদ্যুৎ এজিএম কম এহতেশামুল হকের অনিয়ম , গ্রাহক হয়রানি, মোটা অঙ্কের উৎকোচ নেওয়াসহ সকল অপকর্মের বিচার চাই।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |