রানীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান


সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আরাজি গোপীনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তছির উদ্দিন মৃত্যু বরণ করেন । মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ২ টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা তছির উদ্দিনকে আরাজি গোপীনাথপুর নিজ গ্রামের বাড়িতে বিকেল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভ এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের উপস্থিতিতে রানীশংকৈল থানা নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে আগামীকাল বুধবার সকালে দাফন করা হবে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তছির উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান ।