রানীশংকৈলে স্থল বন্দর চালুর দাবিতে ‘মানববন্ধন ও লং মার্চ’


সফিকুর ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্মগড় দেবীগঞ্জ স্থাল বন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটি’র আয়োজনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর সীমান্ত পাকিস্তান আমলে বন্ধ হওয়া স্থলবন্দরটি পুন:রায় ঘোষনা ও চালুর দাবীতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি উপজেলার চেকপোস্ট বাজারে এটি চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলাবাসী। পরে স্থল বন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ধর্মগড়- দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ধর্মগড় দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোটের এ্যাডভোকেট মেহেদি হাসান শুভ প্রমূখ।
এছাড়াও সাংবাদিকসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য দেন।
জানা যায়, এক সময় রানীশংকৈলের এ চেকপোস্ট ও স্থলবন্দরটি সক্রিয়ভাবে চালু ছিল। প্রায় প্রতি বছরই সীমান্তে দুই বাংলার মানুষের মিলন মেলা বসে। স্থলবন্দরটি পুনরায় চালু হলে এপার এবং ওপার বাংলার সামাজিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে এলাকাবাসি ও সচেতনমহল ধারণা করছেন।
বক্তব্য শেষে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।