রাষ্ট্রীয় মর্জাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃএচাহাক হাওলাদারের দাফন সম্পন্ন


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর জেলার কালকিনি পৌরএলাকার পূয়ালীমাদারীপুর গ্রামের মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃএচাহাক হাওলাদারের আজ বৃহস্পতি বার বাদ জোহর রাষ্ট্রীয় মর্জাদায় নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্জাদায় মোঃএচাহাক হাওলাদারের দাফন সম্পন্ন হয়।মোঃএচাহাক হাওলাদার তার নিজ বাড়ীতে বৃহস্পতি বার ভোর রাতে হার্ট ষ্টোক করে (৬০)বছর বয়সে ইন্তেকাল করেন।মৃত্যু কালে স্ত্রী,৪ছেলে ২মেয়ে সহ অসংখ শুভাকাক্ষি রেখে গেছেন।আজ তাহার নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।মরহুমের জানাজায় অংশ গ্রহন করেনকালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যা ও কালকিনি উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা প্রসাশন এর পক্ষে প্রকল্প অফিসার আহাদী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার শাহজাহান হাওলাদার,কালকিনি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন,কালকিনি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার, সাবেক পৌর কমান্ডার এসকান্দার আলী হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদমোল্লা, আলেপ হাওলাদার,কালকিনি ছাত্র লীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ,কালকিনি উপজেলা আ’লীগের নেতা সোহেল রানা মিঠু,মাদারীপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার,মানজেল শরীফ প্রমুখ