ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন : রিজভী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী-এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাচ্ছেন কেন? প্রধানমন্ত্রী হিসেবে টাকা খরচ করে, সরকারি হেলিকপ্টার নিয়ে, সরকারি সার্কিট হাউজ ব্যবহার করে, সরকারি প্রটোকল ব্যবহার করে ভোট চাওয়া কোন ধরনের রাজনীতি জনগণ তা জানতে চায়। এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনারের। কিন্তু নির্বাচন কমিশনের চোখে এসব পরে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। দুটি নির্বাচনই হবে দলীয় প্রতীকে। কিন্তু প্রধানমন্ত্রী বিভিন্ন সভা-সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন। এটি নির্বাচনি আচরণ বিধিমালার সুষ্পষ্ট লংঘন।’

ক্ষমতাসীনদের নির্বাচনী আইন ভঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন ‘রিপভ্যান উইংকেল’র মতো দীর্ঘ নিদ্রায় থাকে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘বিনা ভোটের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিত্তি হচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনীর বন্দুকের নল। তিনি হুংকার আর ধমক দিয়ে সব কিছুই করতে চান। তাই তিনি আইন ও নিয়ম নীতি ভঙ্গ করে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘যে প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, তার মুখে ভোট চাওয়া জনগণের সঙ্গে ইয়ার্কি, তামাশা ছাড়া আর কিছুই নয়। এই সরকারের না প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল এরশাদ কেউই জনগণের ভোটে নির্বাচিত নন।”জনগণের কাছে আওয়ামী লীগ, সরকার, মহাজোট একটি আতংকের নাম। আর একারণেই অনাচারের ওপর দেশ চালাচ্ছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |