সিংগাইর(মানিকগঞ্জ প্রতিনিধি):গত শুক্রবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমান বন্দর সংলগ্ন নূরানী ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এতে দগ্ধ হয়ে সেখানেই মারা যান ৮ বাংলাদেশী ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরো ৫ জনকে ।রিয়াদ থেকে প্রত্যক্ষদর্শী মোঃ মহিদুর রহমান এ ঘটনা জানান।নিহতদের মধ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মোঃ জয়নাল পালের ছেলে রাকিব হাসান (২২)সহ মারা গেছেন ৮ বাংলাদেশী। এ মর্মান্তিক খবর শুনে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।নিহত রাকিবের এলাকার চাচাতো ভাই সাব্বির আহমেদ জানান, গত এক বছর হয় রাকিব প্রবাসে পারি জমায়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে রাকিবের বাবা জয়নাল পাল ও তার মা বারবার ছেলের শোকে জ্ঞান হারাচ্ছেন।তার বোনের কান্নায় আকাশ যেন ভারী হয়ে গেছে । জানা গেছে রাকিব হাসানই ছিল পরিবারের একমাত্র ছেলে । পরিবার ও বন্ধুবান্ধব সকলের মাঝেই বয়ছে শোকের ছাঁয়া ।