ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রিয়ালের কাছে হেরে চ্যাম্য়িন ট্রফি থেকে বিদায় পিএসজির

স্পোটস ডেক্স : ফিরতি লেগেও রিয়ালের কাছে হারল পিএসজি। নিজেদেরমাঠে গতকালের ম্যাচে তারা হেরেছে ২-১ গোলের ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ষোল থেকে বিদায় নিতে হল প্যারিসের দলটিকে। আর অপরদকে শেষ আটে পৌছে গেল রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে রিয়াল সফরে স্বাগতিকদের কাছে হারতে হয়েছিল ৩-১ ব্যবধানে। তবে এই হারকে লজ্জার নয় বলে মন্তব্য করেছেন পিএসজির কোচ এমেরি। তিনি বলেন শেষ ষোলর বাঁধা পেরুতে না পারাটা হতাশার। তবে রিয়ালের মাদ্রিদের কাছে হারাটা নয়। এগিয়ে যাবার জন্য তারাই বেশী যোগ্য। এ বিষয়ে অন্য কোন বিশ্লেষনের সুযোগ নেই। ’

এদিন মাঠে ছিলেন না পিএসজির তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে নিজ দলের এমন হার। এদিন মাঠে রিয়ালের হয়ে একটি করে গোল করেন পর্তুগালের খেলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদো ও কাসেমিরো। পিএসজির হয়ে ব্যবধান কমান এডিনসন কাভানি।

ম্যাচের শুরুর দিকে রিয়াল অগোছালো খেলায় সেই সুযোগে তাদের রক্ষণভাগে চাপ সৃষ্টির মাধ্যমে বেশ কয়েকটি আক্রমণ রচনা করে পিএসজি। কিন্তু নেইমার বিহীন দলের ওই আক্রমণে কোন ধার ছিল না। যে কারণে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য।

তবে দ্বিতীয়ার্ধে খেলায় যেন দুদলই প্রাণ ফিরে পায়। আক্রমন পাল্টা আক্রমনের দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই ম্যাচের প্রথম গোলটি করে রিয়ালকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল শোধে মরিয়া পিএসজি ৭১তম মিনিটে গোলটি পরিশোধ করে। গোলটি করেন পিএসজির উরুগুয়ে তারকা এডিনসন কাভানি।  এর আগে ৬৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো ভেরাট্টি। ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।অন্যদিকে ম্যাচের ৮০ মিনিটে পিএসজির জালে বল পাঠিয়ে রিয়ালের শেষ আট নিশ্চিত করে ফমে থাকা কাসেমিরো।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |