ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রিয়ালের সেরা দলকে চাইছেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক:চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি হবে পিএসজির মাঠে। রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ হেরে যাওয়ায় ঘরের মাঠের ম্যাচটিতে কঠিন পরীক্ষা দিতে হবে কোচ উনাই এমেরির শিষ্যদের।

প্রথম লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজি হেরেছিল ৩-১ গোলের ব্যবধানে। এবার ব্যাকফুটেই স্বাগতিক পিএসজি। ইনজুরিতে ছিটকে গেছেন দলকে শেষ ষোলোতে তোলা ব্রাজিল আইকন নেইমার। তারপরও রিয়াল মাদ্রিদের সেরা দলটিকেই চাইছেন পিএসজি কোচ।

কঠিন এই পরিস্থিতিতেও রিয়ালের সেরা দলটির বিপক্ষে লড়াই করার ইচ্ছা এমেরির, ‘আমি রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাই। এটা মৌসুমের অন্যতম সেরা ম্যাচ, যা পিএসজির সমর্থক ও ফ্রান্সের সবার জন্য অসাধারণ মুহূর্ত।’

এর আগেও শেষ ষোলো থেকে বাদ পড়েছিল পিএসজি। এবারই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার ভালো সুযোগ তাদের সামনে। অপরদিকে, ২০০৯-১০ মৌসুমের পর শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়নি রিয়ালকে। এবার জিনেদিন জিদানের কপালে কি অপেক্ষা করছে জানা নেই কারো। সব প্রশ্নের উত্তর জানতে আজ রাত ১টা ৪৫ মিনিটে চোখ রাখুন সনি টেন ২ এর পর্দায়।

 

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |