ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  আর্থিক সহায়তা প্রদান

দুলাল হক, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা,চাল, ও কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সরজমিনে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের চাল কম্বল ইত্যাদি সহায়তা প্রদান করা হয়।
বিকেলে রুহিয়া থানা আওয়ামী লীগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে এক বস্তা চাল,নগদ টাকা,
শাড়ি -লুঙ্গি   ডাল,আলু,লবণ ইত্যাদি  সহায়তা প্রদান করেন।এ সময়  উপস্থিত ছিলেন,কেএম অটোরাইস মিলের এম,ডি প্রিতম কুমার সেন,
রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য,  সোমবার রাতে  অগ্নিকান্ডে  ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামে  পবিন চন্দ্র বর্মন,রবীন্দ্র নাথ বর্মন,রঘু চন্দ্র বর্মন,জগন্নাথ চন্দ্র বর্মন,রাজকুমার বর্মন,মদন চন্দ্র বর্মন ও রতন চন্দ্র বর্মনের বসতঘর ভস্মিভূত হয়।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |