রুহিয়ায় এ আইপি খামারে বুনিয়াদি প্রশিক্ষন


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র সাভার, ঢাকা ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের অংশ হিসেবে বিসিএস ক্যাডারের ১০জন কর্মকর্তা নিজেদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহের জন্য এসে সদরের বিভিন্ন স্থানের পাশাপাশি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারজয়ী ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর কৃষি খামারে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বুধবার (০৫ জুলাই) বিকেলে রুহিয়া থানাধীন ২২নং সেনুয়া ইউনিয়নের বড়দেশ্বরী বাজার সংলগ্ন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী এবং এ আই পি সন্মাননা পাওয়া কৃষি খামারে বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের কর্মকর্তাগনকে আম দিয়ে স্বাগত জানান মেহেদী আহসান উল্লাহ চৌধুরী।
বুনিয়াদি প্রশিক্ষণের কর্মকর্তাগন হচ্ছেন, জনাব শাকিল সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ তানজির আহমেদ তথ্য অফিসার, জনাব মোঃ ওমর ফারুক সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), জনাব মোশফিউল হাসান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জনাব এস, এম, ওমর কাওছার সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি), জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন সহকারী পুলিশ সুপার, জনাব চৌধুরী আল-মাহমুদ সহকারী কমিশনার, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী কর কমিশনার, জনাব অরুন কুমার সরকার সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), জনাব মুনতাসির মামুন মুন সহকারী পুলিশ সুপার।
খামার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বুনিয়াদি প্রশিক্ষনের কর্মকর্তাবৃন্দ।