রুহিয়ায় গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক


দুলাল হক,রুহিয়াঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৪ কেজি গাঁজা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়,২২এপ্রিল(শনিবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক লুৎফর রহমান, মজনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তি এলাকায় জুয়েল রানার বাড়িতে অভিযান চালায়। ৪ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫ হাজার ৫শত টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-জুয়েল রানা(২৬)উত্তর বঠিনা
নতুন বস্তি এলাকার আব্দুল কাদেরের ছেলে,
আনিছুর রহমান (২৫)
আসাননগর চেয়ারম্যান পাড়ার তরিকুল ইসলামের ছেলে ও মুন্না(২১)উত্তর বঠিনা
নতুন বস্তি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদক দ্রব আইনে একটি মামলা করা হয়েছে যার মামলা নং ১০ তারিখ ২৩/০৪/২৩।