ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রুহিয়ায় ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন কৃষকলীগ

দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় কৃষকলীগের নির্দেশনায়  ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বর্গাচাষী এক দরিদ্র কৃষকের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌছে দিলেন ঠাকুরগাঁও কৃষকলীগের জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা।এ কর্মসূচিতে জেলা কৃষকলীগ ছাড়াও সদর উপজেলা,এবং রুহিয়া থানাধীন ৬ ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিখত ছিলেন।
সোমবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের বর্গাচাষী কৃষক রশিদুল ইসলামের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতা কর্মীরা । আর্থিক ও শ্রমিক অভাবে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক।
এ সময় জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর  নেতৃত্বে সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য সহ কৃষকলীগের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন।
এজন্য বর্গাচাষী কৃষক রশিদুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও কৃষকলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একজন দরিদ্র কৃষক বর্গা নিয়ে কৃষি কাজ করি। এ বছর আমি ৫০ শতাংশ জমিতে ধান লাগাই। বেশ ভাল ফলন হয়েছে ।কিন্তু শ্রমিক ও টাকার অভাবে কাটতে পারছিলাম না। এ ধান গুলো কাটা-মাড়াই করতে প্রায় ৫ হাজার টাকা লাগতো। বিনা টাকায় ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |