রুহিয়ায় নৈশী প্রহরী ও ভাড়াটিয়াকে বেঁধে রেখে ডাকাতি


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ১টি বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রথমে মিলের নৈশী প্রহরীকে বেঁধে রাখে পরে বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেংগে প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা স্বণাংলংকার সহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় রুহিয়া থানার অন্তর্গত উত্তরা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোশারুল ইসলামের বাড়িতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। এসময় পরিবারের সবাইকে জিম্মি করে ভাড়াটিয়া প্রভাস রায়ের বাড়ি
ডাকাত দল আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে দুইটি আলমারি ভেঙ্গে প্রায় নগদ ৭০ হাজার টাকা ২ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ,ডিবি,পিবিআই পরিদর্শন করেছে।
ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।