রুহিয়ায় ৪ লিটার চোলাইমদসহ আটক


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় চার লিটার চোলাইমদসহ খাসিরুল ইসলাম(৪৫)নামে একজনকে আটক করেছে পুলিশ।
১৬ফেব্রুয়ারি রাতে উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন রুহিয়া গিন্নিদেবী মহিলা কলেজ রোডস্থ মেসার্স শিবা এগ্রো কাজী ফার্মস ডিলারের দোকানের সামনে থেকে তাকে আটক করে।
আটক খাসিরুল ইসলাম ঘনিবিষ্টপুর (প্রধানপাড়া)গ্রামের মৃত হেকাম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, খাসিরুল ইসলাম দীর্ঘদিন যাবত চোলাইমদ বিক্রি করে আসছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার লিটার মদসহ তাকে হাতে নাতে তাকে আটক করা হয়।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, খাসিরুল ইসলামের কাছ থেকে চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।