রুহিয়া থানায় পুলিশ সুপারের পরিদর্শন


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক রুহিয়া থানা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রুহিয়া থানা পরিদর্শনে আসলে শুরুতেই রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। পরে থানা প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস আসাদুজ্জামান
এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে থানার খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।