রুহিয়া থানা ক্যাম্পাসে গোল ঘরের উদ্বোধন


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ক্যাম্পাসে গোল ঘরের উদ্বোধন করা হয়েছে।শনিবার ৬মে সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফিতা কেটে গোল ঘরের উদ্বোধন করেন।
এটি নির্মানের ফলে থানা এলাকার সাধারন মানুষ ছোটখাট ঘটনায় মামলা মোকদ্দমা না করেও পুলিশী সহায়তা পাবে।সম্প্রতি অগ্নিকান্ডে ২নং আখানগর ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের মাঝে
রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী হিসেবে চাল ,ডাল ,কাঁচা বাজার ,চিড়া ,মুড়ি, চিনি, লবণ, গুড়,আটা ,সয়াবিন তেল,শাড়ি ,লুঙ্গি বিতরন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা,ওসি (তদন্ত) শহিদুর রহমান,
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক সহ অন্যান্য স্থানীয় গণ্যমান ব্যক্তিরা।