রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান বিতরন

মোঃদুলাল হক রুহিয়া থানা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় থানার ঘনিবিষ্টপুর (গুয়া পাড়া) গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। আজ ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ, কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের উদ্দ্যেগে ঢেউটিন ও নগদ টাকা বিতরন করা হয়। গতকাল রাতে রুহিয়া শাখা অফিসে ওমর কৃষ্ণের সভাপতিত্ত্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মন্ডলী আব্দুস সামাদ, জেলা সভাপতি মজিবর রহমান, সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সভাপতি সামসুল হোসেন, রুহিয়া শাখার সাধারন সম্পাদক আব্দুল কাদের, সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম প্রমুখ ।