রুহিয়ায় অপূর্ব মটরস্ এর শোরুমের শুভ উদ্বোধন


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় চৌরাস্তা’র দক্ষিণ পাশে লতিফ চেয়ারম্যান মার্কেটে অপূর্ব মটরস্ এর শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে অপূর্ব মটরস্ এর শুভ উদ্বোধন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ,হাফেজ মাওলানা মহিউল ইসলাম,রুহিয়া ছালেহিয়া দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল মুকসেদ,বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ,রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সম্পাদক দুলাল হক প্রমুখ।
অপূর্ব মটরস্ এর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন , বেকারত্ব জীবন কেবলমাত্র অভিশাপ তা থেকে ফিরে এসে একজন উদ্যেক্তা হওয়াটাই সাফল্য । আর সেখান থেকেই এই অপূর্ব মটরস্ পুরাতন সকল ধরনের মটরসাইকেল ক্রয় -বিক্রয় করা হবে ।