রুহিয়ায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ দুলাল হক রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর জেলার রুহিয়া থানা এলাকায় এ বছর আম গাছে ব্যাপক মুকুলের সমারোহ দেখা দিয়েছে। আমের মুকুলের মৌ মৌ গন্ধে এখন চারিদিকে গাছের ডালে ডালে সোনালী মুকুল গুলো যেন উজ্জল রোদের মতোই হাসছে আমের মুকুল কেবল গাছেই ছেয়ে যায়নি, ছুঁয়েগেছে চাষীদের হৃদয় ও। নতুন নতুন বাগান তৈরি, পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যাবহারে রুহিয়ায় বাড়ছে আমের উৎপাদন। আম গাছ গুলোতে ফাল্গুন মাসের প্রথম দিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুলের সমারোহ হয়। গাছ গাছে ফোটা মুকল বর্তমানে গুটিতে রুপান্তরিত হতে শুরু করেছে। এবার গাছে গাছে ব্যাপক মুকুলের সমারোহ দেখা যায় আমের বাম্পার ফলন হবে বলে আশাকরা যাচ্ছে । চলতি বছরে গাছে গাছে ব্যাপক মুকুলের সমারোহ দেখে বাগান মালিক ও ব্যাবসায়ীরা আশায় বুক বেঁধেছেন। আবহাওয়া অনুকুলে থাকলে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন । আমের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাষীরা ও বাগান মালিকরা রুটিন মাফিক গাছে গাছে কীটনাশক স্প্রে করাসহ পরিচর্যার কাজে ব্যাস্ত । স্থানীয় আম চাষীরা জানান, গাছেগাছে এত বেশী মুকুল দেখা দিয়েছে তাতে চলতি বছর আমের ফলন গত ১০ বছরের ফলন কে ছাড়িয়ে যাবে বলে আশা করছি । বর্তমান আম বাগান লাভ জনক হওয়ার ফলে কৃষকরা পুরনো আম বাগানের পাশাপাশি পতিত জায়গা ছাড়াও ফসলের আবাদি জমিতে ও এবার অনেক উদ্যোক্তা আম বাগান তৈরি করেছেন একক ভাবে আম বাগান তৈরি ছাড়া ও অনেক কৃষক আবাদি জমিতে দোসর ফসল হিসেবে আমগাছ লাগিয়েছেন।এবার ফজলি ও আমব্রোপালী গাছে বেশি মুকুল ফুটেছে। এছাড়া দেশীয় উন্নত জাতের ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাতি সহ বিভিন্ন প্রজাতীর আম গাছে মুকুল আসা শেষ হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন আহাম্মেদ জানান, এ উপজেলাতে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এ বছর আমের চাষ যেমন বেশি হয়েছে তেমনি আমগাছে মুকুল ও এসেছে বেশি । বাগান গুলোতে দেখাগেছে ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে । আবহাওয়া অনুকুল এবং কৃষকরা আম বাগানের পরিচর্যায় যতœবান হওয়ায় এবার আমের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আসা প্রকাশ করছেন এলাকা বাসি।