রুহিয়ায় কাল থেকে শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা


মোঃ দুলাল হক রুহিয়া থানা প্রতিনিধিঃ বাংলা নব বর্ষের শুভেচ্ছা। অনাবিল আনন্দ নিয়ে শুরু হতে যাচ্ছে রুহিয়া বৈশখিী মেলা-১৪২৫ বাংলা। মেলা ১লা বৈশাখ হইতে সপ্তাহ ব্যাপী স্থায়ী থাকিবে। বৈশাখী মেলায় থাকছে রকমারি ষ্টল, মটর সাইকেল খেলা, পুতুল নাচ, নাগর দোলা, প্রতিদিনের জন্য মনোমুগ্ধকর বিনোদন ব্যবস্থা, কবি গান, জারি গান, নৃত গীত, নাটক, আবৃত্তি কৌতুক । এছাড়াও থাকছে আকর্ষণীয় আরো অনেক কিছুই। বৈশাখী মেলায় আপনি আপনারা আমন্ত্রীত। রুহিয়া বৈশাখী মেলার পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা