রুহিয়ায় বিজয় দিবস উপলক্ষে পুস্পার্ঘ অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে পুস্পার্ঘ অর্পন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে রুহিয়া মধুপুর উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,শফিকুল আলম, কমলেন্দু সরকার,তাজিরুল ইসলাম।
এরপুর্বে সকালে পুস্পার্ঘ অর্পন শেষে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্বত্যাগকারী শহিদ মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্বার মাগফেরাত কামনা করা হয়।