রুহিয়ায় বৈশাখি মেলার উদ্বোধন


মোঃদুলাল হক, রুহিয়া থানা (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৈশাখি মেলার উদ্বোধন করা হয়েছে। পহেলা বৈশাখ সন্ধ্যায় এক অনাড়ম্বর পরিবেশে এ মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন,রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, বিএনপি নেতা মকবুল হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রভাষক, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ বাবু, বৈশাখি মেলার উপদেষ্টা সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সোহাগ আহম্মেদ প্রমুখ। এই সময় রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন , মোঃ দুলাল হক, আল ফয়সাল অনিক, আনোয়ার, উপস্তিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বৈশাখি মেলার সভাপতি মোঃ আল-আমিন। এবারের মেলা পক্ষাধিক কাল স্হায়ী থাকবে বলে জানিয়েছেন বৈশাখি মেলার নেতৃবৃন্দ।