রুহিয়ায় বৈশাখী কনর্সাট অনুষ্ঠিত হবে আজ


মোঃ দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ রুহিয়ায় বৈশাখী কনর্সাট অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা কমিটির উগ্যোগে আজ মেলা প্রঙ্গনে মেলার শেষ দিনে এই বিশেষ আয়োজন করা হয়েছে। আজকের বৈশার্খী কনর্সাটে সঙ্গিত পরিবেশন করবে উত্তর জনপদের তিন জনপ্রিয় শিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজের দ্বিতীয় রানার্স আপ তিলোত্তমা বিশ্বাস, ১ম রানার্স আপ ঐক্য জিৎ, এস এ টিভির বাংলাদেশী আইডল চ্যাম্পিয়ন খোকা। আজ রুহিয়া ডাকবাংলা বৈশাখি মেলা প্রঙ্গনে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। মেলা কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সর্বস্থারের মানুষকে আহবান জানিয়েছেন।