রুহিয়ায় ব্র্যাকের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।


রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বারঘরিয়া ব্র্যাক শিশু নিকেতনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রুহিয়া থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রভাষক। এ সময় উপস্থিত ছিলেন বর্ণমালা কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক মাসউদ আলম, সাংবাদিক দুলাল হক প্রমুখ। অনুষ্ঠানে বারঘরিয়া ব্র্যাক শিশু নিকেতনের সকল শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক ও ব্র্যাক শিক্ষা কর্মসূচি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।