রুহিয়ায় স্কুল ছাত্রীকে জোড় পূর্বক কাবিন নামায় সাক্ষরের অভিযোগ ।

দুলাল হক রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রুহিয়ায় স্কুল ছাত্রীকে জোড় পূর্বক কাবিন নামায় সাক্ষরের অভিযোগ উঠেছে । আর এ চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে থানার আখানগর উনিয়নের ব্যরিস্টার স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে, ব্যরিস্টার উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণির নিয়মিত ছাত্রী এবং রুহিয়া ইউনিয়নের মধুপুর কুড়ালি পাড়া গ্রামের বদরুল ইসলামের চতুর্দশী কন্যা এ ঘটনার স্বীকার ।গত ১৩ মার্চ স্কুল ছুটির পরে মেয়েটি প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরছিল । পথি মধ্যে ওই এলাকার নজরুল ইসলামের বখাটে ছেলে মনতাজ (২৫) তার পথ রোধ করে একটি বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করে নেয়॥ মেয়েটি রাস্তায় জোর পূর্বক স্বাক্ষরের বিষয়টি তার শিক্ষক এবং অভিভাবকে জানালে থলের বিড়াল বেড়িয়ে আসে । অভিযোগের তীর আখানগর ইউনিয়নের নিকা রেজিস্টার কাজি আমজাদ হোসেনের দিকে চলে যায় । স্কুলের শিক্ষক সহ এলাকা বাসি ইতো পূর্বে অনেক বির্তকিত ঘটনার মূল হোতা কাজি আমজাদ হোসেনকে সনাক্ত করেন এবং আমজাম হোসেন কে বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্ততি হয়ে ক্ষমা মার্জনার আল্টিমেটাম দেন । যদিও অভিযুক্ত কাজি আমজাম হোসেন ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রসংগটি অস্বীকার করেন । বিষয়টি এলাকায় জনমনে চাঞ্চলের সৃষ্টি করেছে ।