রুহিয়ায় ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ২৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মাদক বযবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রুহিয়া থানাধীন রুহিয়া কর্ণফুলী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রুহিয়া থানাধীন মধুপুর গ্রামের শামসুল হকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্নফুলি সিনেমা হলের সামনে পূর্বপার্শ্বে কৃষ্ণচূড়া গাছের নিচে অবস্থান করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।