মোঃ দুলাল হক রুহিয়া প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (রবিবার) ১১টায় কলেজের হল রুমে অধ্যক্ষ মো: বদরুল আলম এর সভাপতিত্তে অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: মঈনুল হক, সকল শিক্ষক ও ছাত্রীগন উপস্থিত ছিলেন। এ বছর ২১২ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে। অধ্যক্ষ মো: বদরুল আলম সংবাদ মাধ্যমকে জানান, আমাদের কলেজ গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার ফলাফল আরও ভালো করবে আমার দৃঢ় বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাশক মো: গোলাম মোস্তফা।