ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার  ৫০ বছর পুর্তিতে সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মামুনুর রশিদ।এ সময় কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং উচ্চাস প্রকাশ করেন।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজে ফিরে আসে।
পরে সুবর্ন জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশি ।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,
 সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,
যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা,
ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ,অনিল কুমার সেন প্রমুখ।সুবনী জয়ন্তী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ ১৯৭২সালে প্রতিষ্ঠিত হয়।২০২২ সালে কলেজটি ৫০টি বছরে পদার্পন করায় সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |