রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন


দুলাল হক, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।
১৭ নভেম্বর(বৃহস্পতিবার) বিকেলে রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল ,ডাল ,কাঁচা বাজার ,চিড়া ,মুড়ি, চিনি, লবণ, গুড়,আটা ,সয়াবিন তেল,শাড়ি ,লুঙ্গি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতান রাজিয়া, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) সহিদুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম,এসআই আব্দুল আলিম প্রমুখ।
উল্লেখ্য,গত সোমবার দুপুরে সদর উপজেলার মধুপুর গ্রামে অগ্নিকান্ডে ১৩ টি পরিবারের প্রায় ২৫টি ঘর নগদ টাকা কাপড় চোপড় ও বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়।ওইদিন রাতেই জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।