রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলে পুরস্কার বিতরণ।


মোঃ দুলাল হক রুহিয়া থানা (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলে ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/১৮ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল সোমবার বিকেল ২ টায় বিদ্যালয়ের ক্যাম্পাস-১ এ পরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন
রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ। অনষ্ঠানে চৌরঙ্গী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ আশ্বিনী চন্দ্র বর্মণ, ম্যানেজিং কমিটির সদস্য সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা উপস্হিত ছিলেন।
মোট ৬৭ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ আশ্বিনী চন্দ্র বর্মণ বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ দিয়ে কর্মসূচি শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি কর্মসূচির সমাপ্তি করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব।