রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের বর্ষবরণ অনুষ্ঠান।


মোঃ দুলাল হক রুহিয়া থানা (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বর্ষবরণ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুল নানা মুখি কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে পহেলা বৈশাখ সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসে পান্তাভাত-শুটকি ভর্তার আয়োজন, মঙ্গল শোভা যাত্রা, ভাগ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম।
রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ আশ্বিনী চন্দ্র বর্মন বলেন, পহেলা বৈশাখ সার্বজনীন উৎসবের অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ের পক্ষ থেকে পালনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। আমি সকলের সহযোগিতায় সফলকাম ও হয়েছি।
এছাড়াও রুহিয়া ডিগ্রি কলেজ, রুহিয়া উচ্চ বিদ্যালয় ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করে।