রুহিয়া হু হু করে বেড়ে চলছে পান দাম


দুলাল হক ,রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রুহিয়া দিন দিন বেড়েই চলছে পানা দাম। অদিকাল থেকে গ্রাম বাংলার মানুষ পান খাওয়ার অভ্যস্ত। শতকরা ৬৫% মানুষ পান খাওয়াতে অভ্যস্ত।আজ ১ থেকে দেড় মাস ধরে পান দাম হুড় হুড় করে বেড়েই চলছে। কিছু দিন আগে পানের দাম ছিল ৫ থেকে ৪০টাকা বিড়া। আর আজ সেই পানি ১০০ থেকে ২৫০টাকা বেশি বিড়া।রুহিয়া কুজিশহর গ্রামের শফিকুল ইসলাম শফি ঘনিবিষ্টপুরের মুতাহার জানান,পান খাওয়ায় আমি ছোটকাল থেকে অভ্যস্ত। পান না খেলে যেন আমার পেটের খাবার হজম হয় না। পান পেলে আর কিছু দরকার পরে না। পান আমার প্রাণ রক্ষার একটা অংশ।পান ক্রেতা আজগর মিয়া জানাননিজের এবং বাবামায়ের জন্য পান কিনতে হয়। কিন্তুু হঠাৎ করে পানের দাম চড়া হয়ে উঠেছে, যা ক্রয়করা কষ্টকর।পান ব্যবসায়ী মোঃআঃ মজিদ জানান, চাহিদার তুলনায় পান্যের আমদানিকৃত কম। যার কারণে দাম একটু বেড়েছে।