রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে নিরাপত্তা হীনতায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এলাকাবাসির


খান আঃ জব্বার শিবলীঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়টি। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যান্ত শুনামের সাথে সুযোগ্য শিক্ষক মন্ডলি ও সুদক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি আলাইপুর গ্রামে অবস্থিত। গ্রামের শতভাগ বসতি ধর্মপ্রাণ মুসলিম অথচ বিদ্যালয়ের দুই একজন সহকারী শিক্ষক ছাড়া প্রধানশিক্ষক সহ বাকি সকল শিক্ষক সনাতনী সম্প্রদায়ের হওয়ার কারণে ধর্মীয় অজুহাত দেখিয়ে গ্রামবাসি অনেক আগেই দুই গ্রুফে বিভক্ত হয়ে পড়ে। অন্যদিকে সম্প্রতি রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়ে সৃষ্টি হয়েছে আবারও দুটি পক্ষ। তাছাড়া বর্তমান প্রধান শিক্ষক বিউটি পারভীন মহিলা হওয়ার কারণে ধর্মীয় অজুহাত দেখিয়ে একটি পক্ষ সম্মানিত কিছু শিক্ষকদের সাথে নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এদের মধ্যে সুচতুর একটি পক্ষ মনে করে বিদ্যালয় হলো কালো টাকা আয় করার একটি উল্লেখযোগ্য ফেক্টরি। অন্যদিকে সম্মানিত শিক্ষক মন্ডলি ও বিভিন্ন গুরুফে বিভক্ত হয়ে নিজেদের পক্ষে জনসমর্থন রাখার চেষ্টা করছে এবং বিদ্যালয়ের গোপন তথ্য বহিরাগতদের মাঝে পাচার করে এলাকার পরিবেশ বিষিয়ে তোলার চেষ্টা করছে।
বিদ্যালয়ের উন্নয়ন নেই বললে চলে, একটি ভবনও নেই। অথচ বিদ্যালয়ে বারবার নিয়োগ বানিজ্য হয়েছে। ফান্ডে কোন অর্থ জমা নেই। অতীতে লুটে খেকো পরিচালনা পরিষদ, প্রধান শিক্ষকরা ও আজ নেই। কিন্তু তাদের আত্মা আজও একটি পক্ষ হয়ে কাজ করছে। দীর্ঘ ৫/৬ বছর যাবত প্রধান শিক্ষক, সহকারী প্রধানশিক্ষক নেই। ভারপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠান। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস সবকিছু জেনেও না জানার ধ্যানে মগ্ন আছে। আমরা সকলে জানি কান্ডারী হীন নৌকার গতি বিধি কি হতে পারে। সর্বশেষ দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি পারভীন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে তুমুল কাদা ছুড়াছুঁড়ি। কারণ কোন ভাবে শিক্ষকদের তিনি পোষ মানাতে পারছেননা।শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে না আসলেও তাদের তথ্য পাচারের মধ্যমে এলাকার পরিবেশ বিষিয়ে তোলার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। ইতিপূর্বে গ্রামের কিছু অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের শারীরিক ভাবে লাঞ্চিত করেছে, এ কারণে আতংকে থাকতে হয় তাদের। তাছাড়া কিছু বকাটে ছেলেরা ছাত্র/ছাত্রীদের উত্যাক্ত করার কারণে পার্শ্ববর্তী এলাকা থেকে এখন অভিভাবকরা তাদের সন্তানদের আলাইপুর স্কুলে ভর্তি করতে চায়না। এদিকে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও ঐক্যমত্যে নেই। প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বর্তমানে সুবিধা রয়েছে অতুলনীয় ভর্তি পরীক্ষা নেই, ভর্তি ফি নেই, চেসন ফি নেই, মাসিক বেতন নেই। তাছাড়া উপবৃত্তি এবং পাঠ্যবইয়ের সুবিধা বছরের শুরু থেকে পাচ্ছে প্রতিটি শিক্ষার্থী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের আরামদায়ক পরিবেশে পাঠদানের জন্য ২০ টি সিলিং ফ্যান রয়েছে যা ঘুরাতে হলে বিদ্যুৎের প্রয়োজন হয়। ২০০ জন ছাত্র/ ছাত্রীদের জন্য ৫ টি ওয়াসরুম রয়েছে এখানে প্রায় প্রতিদিন ১৮০০ থেকে ২০০০ লিটার পানি ব্যয় হয়। যা পাম্পের সাহায্যে উত্তোলন করা হয় এবং বিদ্যুৎ ব্যয় হয়। একারণে প্রতিমাসে,,, ১০০০/১২০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। অথচ প্রতি মাসে মাত্র ১৫ টাকা মাথাপীচু বিদ্যুৎ বিল ছাত্র/ ছাত্রছাত্রীদের নিকট ধার্য করলেও প্রধান শিক্ষককে লাঞ্চিত হতে হয়। বিদ্যালয়ের জমি দাতা সদস্যোর পরিবার থেকে নাম প্রকাশ না করার শর্তে এসব কথা বলেন। ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীনের নিকট জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয় পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন হয়। এজন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিকট হতে বেতন সহ কিছু অর্থ নেওয়ার নিয়ম রয়েছে।